Skip to content
বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করলো স্বাস্থ্যকর আবির

বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তৈরি করলো স্বাস্থ্যকর আবির

Reported By :- অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া

গতকাল (11.03.2025 মঙ্গলবার) বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বসন্ত উৎসবকে উদযাপন করতে প্রাকৃতিক উপায়ে আবির প্রস্তুত করেছে। বিদ্যালয়ের নিউট্রিশন ও ভেষজ উদ্যান থেকে বিভিন্ন রঙের ফুল ও কচি পাতা সংগ্রহ করে, শিক্ষিকার সহযোগিতায় তারা উৎসাহের সাথে এই কার্যক্রমে অংশগ্রহণ করে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান, “আমরা বিদ্যালয়ে সারা বছর নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করি। এই বছর বসন্ত উৎসবে শিশুদের জন্য একটি সম্পূর্ণ প্রাকৃতিক আবির প্রস্তুতির উদ্যোগ নিয়েছি, যা ত্বকের জন্য নিরাপদ।”

 

তিনি আরও বলেন, “বাজারে পাওয়া আবিরে থাকা ভারী কেমিক্যাল যেমন পারদ এবং কপার সালফেট আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই, আমরা সচেতনতার লক্ষ্যে এই প্রাকৃতিক আবির তৈরির উদ্যোগ নিয়েছি।”

 

শিক্ষক ও শিক্ষিকারাও এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যাতে বিদ্যালয়ের সকল শিশুরা আনন্দের সাথে নিরাপদ ও সুস্থ আবির প্রস্তুত করতে পারে। বসন্তের রঙে সজ্জিত হলো বিদ্যালয়ের পরিবেশ, যা শিশুদের মনে আনন্দের জোয়ার এনেছে।

 

এভাবে, বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাকৃতিক উপায়ের মাধ্যমে বসন্ত উৎসব পালন করে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করলো, যা অন্য বিদ্যালয়গুলোর জন্যও অনুসরণীয় হতে পারে।

Leave a Reply

error: Content is protected !!