Reported By : Masud Rana
১৮ ই সেপ্টেম্বর, সোমবার, বাড়ির বৌ চলে যাওয়ায় প্রতিবেশীর উপর চড়াও। হাসুয়ার কোপে গুরুতর আহত হলেন দুপক্ষের পাঁচজন। আহতদের নাম রাহুল সেখ, নাঢ়ু সেখ, আহাসান সেখ, লালু মন্ডল এবং নুরহোসেন মন্ডল। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মোহনপুর এলাকায়। ঐ ঘটনার পর হাসপতালে আসেন দুপক্ষের পাঁচজনিই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানাগেছে, মাস তিনেক আগে প্রতিবেশী কালু সেখের স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। ইতিমধ্যে তার অন্য জনের সাথে বিবাহ হয়। ঐ কারনে প্রতিবেশী রাহুল সেখ নারু সেখ দের পরিবারের লোকজনকে সন্দেহ করে। হঠাৎ বাগানে বাড়ির বৌ দের ধরে মারধর শুরু করেন কালু সেখ, দুলু সেখ ও লালু মন্ডল। এমনিই অভিযোগ রাহুল সেখের পরিবারের। ঐ খবর পেয়ে মাঠ থেকে ছুটে এসে ঘটনার কারন জানতে চাইলে তাদের হাসুয়ার কোপ মারে। ঐ ঘটনায় দুপক্ষের পাঁচজন জখম হন। তিনজনকে হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।
ঘটনার পর হাসপাতালে আসেন অভিযুক্ত লালু মন্ডল ও নুরহোসেন মন্ডল। সেখানে এসে ঘটনা উজ্ঝ রেখে মারধরের কথা স্বীকার করে পাল্টা তারাও মেরেছে বলে অভিযোগ করেন। কিন্তু হাসপাতালে এসে চিকিৎসা না করেই সুযোগ বুঝে হাসপাতাল থেকে পালিয়ে যান।