Reported By: News Desk
বাবার সাথে অভিমান করে গলাই ফাঁস লাগিয়ে আত্মঘাতী মেয়ে। মৃতের নাম সীজা ঘোষ (১৩)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার ঘোষপাড়া এলাকায়। জানাযায়, সাগরপাড়া বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সিজা। গত শনিবার ঐ স্কুল থেকে স্কুল পোষাক বিতরন করে ছাত্রীদের। সেই মতো পোষাক পায় সিজাও। কিন্তু তা ফিটিং ঠিক না হওয়ায় গতকাল টেলারিং এর দোকানে যাবার কথা তার বাবাকে বলে যেতে চাই। কিন্তু তার বাবা যেতে নিষেধ করে সন্ধ্যা হওয়ায়। এমনকি পরেরদিন যেতে বলে। তখনিই অভিমানের সূত্রপাত। রাতে বাড়ির খাবার ও খাননি সিজার বাবা সঞ্জয় ঘোষ। সোমবার সকালেও সেই অভিমান থাকে বাবা ও মেয়ের মধ্যে। সবাই খাওয়া শেষ করলেও সোমবার তার বাবা খাইনা। তখনিই নিজের ঘরে ঢুকে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালাই। পরিবারের লোকজন বুঝতে পেরে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় সাগরপাড়া উপস্বাস্থ কেন্দ্রে। সেখানে শারিরিক অবস্থার অবনতি হলে সেখান চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজন।