সরকারি বাস ও ট্রেন চলাচলে কোন প্রভাব পড়েনি। এদিন সকাল ৬ টা ৩৫ মিনিট নাগাদ বহরমপুর কোর্ট ষ্টেশন ছেড়ে ভাগিরথী এক্সপ্রেস ট্রেন শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয়। পাশাপাশি বহরমপুর বাসস্ট্যান্ড থেকে বেসরকারি বাস খুব একটা বেশি চলাচল করছে না৷ অন্যদিকে সরকারি বাস অল্প সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করছে। এদিন বেশ কিছু যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে বাসস্ট্যান্ড এলাকায়। যান চলাচলের পাশাপাশি সবজি বাজারেও বনধের প্রভাব পড়েছে। যদিও পুলিশ প্রশাসন বনধ মোকাবিলায় রাস্তায় নেমেছে। সব মিলিয়ে জেলা জুড়ে বনধের মিশ্র প্রতিক্রিয়া পড়েছে।