মুর্শিদাবাদে ভোটের আগে বড় ধাক্কা বাম কংগ্রেসে। বাম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। বাম কংগ্রেস ছাড়লেন এবং তৃণমূলে যোগদান দিলেন পাঁচ শতাধিক কর্মী সমর্থক, দাবি বিধায়ক সৌমিক হোসেনের। লোকসভা ভোটের আগে রাণীনগর বিধানসভার ধুলাউড়ি অঞ্চলের দুটি পৃথক জায়গায় ৫০০ কর্মী সমর্থকের যোগদান। আবারও শক্তি হারালো বিরোধী শিবির শক্তি বৃদ্ধি তৃণমূলের।