Skip to content
বাম গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী  করার আহ্বান নেতৃবৃন্দের

বাম গনতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে জয়ী করার আহ্বান নেতৃবৃন্দের

Reported By : তুষার কান্তি খাঁ
২৬ শে জুন, সোমবার, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাম গণতান্ত্রিক ধর্মনিরপক্ষে শক্তিকে জয়ী করার আহ্বান জানালো মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টের আহ্বায়ক জামির মোল্লা। এদিন ভরতপুর ব্লক কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন স্বৈরাচারী, দুর্নীতিগ্রস্ত ,গণতন্ত্র হত্যাকারী তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করুন ।সাম্প্রদায়িক ও ফ্যাসিবাদী প্রবণতা সম্পন্ন বিজেপিকে কবর দিন রাজ্যের মাটিতে।

রাজ্যের উন্নয়নের জন্য গরিব মানুষকে জোট বাধার আহ্বান জানান তিনি ।সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা সচি্চদানন্দ কান্ডারী, আর এস পি জেলা সম্পাদক অঞ্জনাভ দত্ত, জামাল চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন সিপিআই(এম) এরিয়া কমিটির সম্পাদক ভরত ঘোষ। সভায় ৩ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

error: Content is protected !!