শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ভগীরথপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুলে। বিভিন্ন রকম ইভেন্টের মধ্য দিয়ে এই খেলা অনুষ্ঠিত হয় ভগীরথপুর স্কুল মাঠে। খেলায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রতিযোগী প্রতিযোগিনীদের পুরস্কৃত করলেন মঞ্চে উপস্থিত থাকা অতিথি ব্যক্তিবর্গরা। সোমবার সকাল থেকেই জাঁকজমক ভাবে এই খেলার শুভ সূচনা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন প্রদর্শনের মধ্য দিয়ে এই খেলা চলে। এক ঝাঁক জনপ্রতিনিধিদের উপস্থিতি ছিল এদিনের এই মঞ্চে। খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা। এই খেলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ প্রথম দ্বিতীয় তৃতীয় ছাত্র-ছাত্রীদের বিশেষ সম্মান দেওয়ার পাশাপাশি তাদের আর্থিক অনুদানও দেওয়া হয় বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত শিক্ষক সেলিম রেজা শাহ। আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, ডোমকল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পলাশ সরকার, ভগিরথপুর প্রাথমিক হাসপাতালের চিকিৎসক আতিকুর রহমান, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য হাজিকুল ইসলাম , সর্বোপরি স্কুল সভাপতি প্রসেনজিৎ ঘোষ এবং প্রধান শিক্ষক সেলিম রেজা সাহ।