Reported By : Masud Rana
২৪ শে ডিসেম্বর, রবিবার, বালতি ভর্তি বোমা উদ্ধার, বোমা উদ্ধারে চাঞ্চল্য মুর্শিদাবাদের ডোমকলে। ডোমকল থানার নরজপুর সবজিপাড়া মাঠের মধ্যে বোমা উদ্ধার করে পুলিশ। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ বালতি ভর্তি বোমা করে বলে খবর। বোমা উদ্ধারে আতঙ্কিত এলাকাবাসি। যদিও স্পষ্ট জানা যায়নি কেমন পরিমাণ বোম রয়েছে বালতির মধ্যে । খবর দেওয়া হয়েছে বোম নিষ্ক্রিয় বাহিনীদের বলেও খবর।