বাস্তুচ্যুত রবীন্দ্রমেলা – G Tv { Go Fast Go Together)
বাস্তুচ্যুত রবীন্দ্রমেলা

বাস্তুচ্যুত রবীন্দ্রমেলা

Reported By : News Desk
বহরমপুর, ২৯শে নভেম্বর: ১৯৭২ সালে ডক্টর প্রীতি গুপ্তের হাত ধরে বহরমপুরে প্রতিষ্ঠিত হয়েছিল সংস্কৃতি চর্চার অন্যতম প্রতিষ্ঠান রবীন্দ্র মেলা ।শহরের শুভ বুদ্ধি সম্পন্ন সাংস্কৃতিক মানুষজনের এখানে ওঠা বসা ।দীর্ঘদিন ধরেই সংগঠনের কোন কক্ষ ছিল না। ২০১৭ সালে রবীন্দ্র মেলার তৎকালীন সম্পাদক ড: চন্দ্রানী সেন গুপ্ত 'গীতাঞ্জলি' আবাসনে রবীন্দ্র মেলাকে একটি কক্ষ দান করেন এবং একটি বর্ণাঢ্য মিছিল রবীন্দ্র সদন থেকে পদযাত্রা সহযোগে গীতাঞ্জলি আবাসনে এসে পৌঁছলে সেখানে কক্ষটির উদ্বোধন করেন তৎকালীন সভাপতি ডক্টর মৃণাল চক্রবর্তী।

কিন্তু বর্তমান সময়ে দেখা যায় রবীন্দ্র মেলা ঐ কক্ষটি আর ব্যবহার করতে পারছে না।এ বিষয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্য অভিরূপ বিশ্বাস ।সংগঠনের সভাপতি মৃণাল চক্রবর্তী, সম্পাদক বিশ্বজিৎ সরকার ও অন্যতম সদস্য শ্রীমন্ত সাহা কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন বিষয়টি পুরোপুরি ছিল মৌখিক এর কোন লিখিত দলিল ছিল না। স্বভাবতই রবীন্দ্র মেলার সদস্য ও বহরমপুরবাসির মধ্যে কক্ষটি নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Translate »
Call Now Button