বিদ্যালয়ের স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠনের তরফে সভাপতি সুমিত হালদার (Sumit Halder, President, St. Paul's School Alumni Association) জানান, "দ্বিশতবর্ষ অতিক্রান্ত এই বিদ্যালয়ে অতীত দিনে বিভিন্ন সময়ে অধ্যক্ষ রূপে গুরুদায়িত্ব সামলেছেন জেটা, জেমস লং, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মানিক বিশ্বাস, শশধর সাহা-র মতো ব্যক্তিগণ।"
পুনর্মিলনের দিনে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রাক্তনীদের তরফে সহ সভাপতি ডাঃ কাঞ্চন পাঠক (Dr. Kanchan Pathak, Vice President, St. Paul's School Alumni Association) বলেন, "আমাদের শিক্ষকগণ প্রথাগত পঠনপাঠনের মতে ছাত্রদের আটকে রাখার বদলে তাঁদের আভ্যন্তরীণ সৃজনশীলতাকে প্রকাশের দিকেও নজর রাখতেন। এরই ফলশ্রুতিতে আমরা পেয়েছি এশিয়ান গেমস জয়ী সাঁতারু আশিস দাস-এর মতো একাধিক সতীর্থদের।"
অন্যদিকে প্রাক্তন ছাত্রদের তরফে সংগঠনের সম্পাদক সোমনাথ সরকার (Somnath Sarkar, Secretary, St. Paul's School Alumni Association) জানিয়েছেন, "এই বিদ্যালয় থেকে শিক্ষা নিয়েই বিভিন্ন সময় বিভিন্ন ছাত্র সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন। আমাদের প্রাক্তনীদের মধ্যে রয়েছে বিজ্ঞানী শান্তিপদ গণ চৌধুরী, স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়া-র প্রাক্তন মহা-প্রবন্ধক সুপ্রিয় বসু, এয়ার ইন্ডিয়ার প্রাক্তন মহা-প্রবন্ধক সুমিত হালদার, নাক কান গলা-র বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ কাঞ্চন পাঠক, অর্থনীতিবিদ ডঃ প্রফেসার তমোনাশ গাঙ্গুলী ও প্রখ্যাত রাজনীতিবিদ সোমেন মিত্র-র মতো ছাত্ররা।"
আজ সকাল থেকেই বিদ্যালয়ের প্রাঙ্গণ ভরে উঠতে থাকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের কলরবে।