গত পরশু অর্থাৎ 03/12/21 রাত 10 .15 টা নাগাদ নিত্য দিনের মত কাশিপুর থানার শোনপুর বানিবাড়িয়া গ্রামের মীর মোহাম্মদ ওমর লেবারদের নামিয়ে, গাড়ীর যান্ত্রিক ত্রুটি সারিয়ে বানিবাড়িয়া মণ্ডল পাড়া থেকে ফেরার পথে আক্রান্ত হয়। উদ্দেশ্য প্রণোদিত ভাবে কথিত আরএসএস বাহিনীর লোক যে ভাবে অন্যান্য যায়গায় মুসলিমদের কে মবলিংচিং করে এ ঘটনা টি তার ব্যতিক্রম নয়।
আজ দুপুরে SDPI এর এক প্রতিনিধি দল আক্রান্ত ব্যাক্তির সাথে দেখা করেন এবং আক্রান্ত ব্যাক্তিকে আইননি সহযোগিতা দেওয়ার আস্সাস দেন প্রতিনিধি দলে যাঁরা ছিলেন তাঁরা হলেন এ কে এম গোলাম মর্ত্তোজা, রাজ্য সম্পাদক S D P I এবং জেলা সম্পাদক রমজান আলী সহ আইনজীবী আনিসুর রহমান, সাংবাদিক আকরামুল বাগানী প্রতিনিধি দলটি আক্রান্ত মীর ওমরের বাড়ীতে, পঞ্চায়েত সদস্য তাহের সাহেবের সাথেও দেখা করেন ।
অবশেষে কাশিপুর থানার দায়িত্বশীল ব্যক্তি অর্থাৎ এই কেসের আই ও বিপ্লব বাবুর সাথে কথা বলেন ।
আক্রমণ কারীদের মধ্যে 1 নং আসামী সিভিক ভলেন্টিয়ার সন্টু মণ্ডল কে এ্যারেস্ট না করে অন্য একজনকে দায়সারা ভাবে এ্যারেস্ট করেছে।
akm গোলাম মূর্তজা কেসের আই ও কে বলেন সিভিক ভলেন্টিয়ার সন্টু মণ্ডল সহ বাকী 06 জন কে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। যাতে পুনরায় ধারাবাহিক মবলিংচিং এর ঘটনা না ঘটে আই ঘটনায় এলাকার মুসলিমদের মধ্যে ব্যাপক ত্রাসের সৃষ্টি করেছে।