Skip to content
বিএসএফের উদ্যোগে সিভিল অ্যাকশান কর্মসূচি সীমান্তে

বিএসএফের উদ্যোগে সিভিল অ্যাকশান কর্মসূচি সীমান্তে

Reporetd By:- Masud Rana

বিএসএফের উদ্যোগে সিভিল অ্যাকশান কর্মসূচি সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তের জলঙ্গীর চর উদয়নগর কলোনিতে অনুষ্ঠিত হয় এই কর্মসূচী। বুধবার একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এবং বিএসএফ 146 নাম্বার ব্যাটেলিয়ানের সহযোগিতায়, বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবিরের পাশাপাশি সীমান্তের গরীব দুঃস্থ অসহায়দের মধ্যে ঔষধ ও বস্ত্র বিতরণ। এই কর্মসূচির মধ্য দিয়ে এলাকার মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলার ভাবমূর্তি গ্রহণ করেন বিএসএফ । অন্যদিকে এই বেসরকারি সংস্থার এই ধরনের পরিষেবা পেয়ে অত্যন্ত আনন্দিত এবং খুশিতে আপ্লুত এলাকার মানুষজন। জানিয়েছেন এলাকার বিশিষ্ট জনেরা।

Leave a Reply

error: Content is protected !!