Reported By : News Desk
১০ ই ডিসেম্বর, শনিবার, বেলডাঙা থানার দয়ানগর এলাকায় সপ্তম শ্রেণীর ছাত্রের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যা বেলা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে একটি ভাঙ্গা কুঁড়েঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে কারণ তার দুই হাতই বিকলাঙ্গ। ফলে সে ইচ্ছা হলেও কোনোরকম ভাবেই একা একা গলায় দড়ি দিতে পারবে না। এরপর ওই এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং পরিস্থিতির সামাল দেয়।