Reported By : Binay Roy
৯ ই সেপ্টেম্বর, শনিবার, বিকল্প রাস্তার দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার চাষিরা। বারবার স্থানীয় প্রশাসনকে নিজেদের সমস্যার কথা জানিয়েও কোনো সমাধান না মেলায় অবশেষে জাতীয় সড়ক অবরোধ করে ওই এলাকার চাষিরা। তাদের অভিযোগ- বহরমপুরে মেহেদিপুর থেকে সারগাছি পর্যন্ত জাতীয় সড়কের বিকল্প যে রাস্তা সম্প্রতি তৈরি করা হয়েছে- তার ফলে জমিতে যাতায়াতের জন্য রাস্তার অভাব দেখা দিয়েছে। যার কারণে এই মুহুর্তে জমিতে থেকে ফসল তুলে আনতে পারছেন না ওই এলাকার চাষিরা। নিজেদের এই সমস্যার কথা ইতিমধ্যে তারা বারবার জানিয়েছেন স্থানীয় প্রশাসনকে। তবু শেষ অবধি এই সমস্যার কোনো সমাধান না মেলায় অবশেষে আজ দুপুরে বহরমপুরের মেহেদিপুর এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে চাষিরা। দীর্ঘ সময় এই অবরোধের কারণে স্বাভাবিকভাবে রীতিমতো যানজটের সৃষ্টি হয় ৩৪ নম্বর জাতীয় সড়কে। পরে ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বহরমপুর থানার পুলিশ।