বিকৌরে নিউ আল ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন

বিকৌরে নিউ আল ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন

স্বাধীন ভারতের ৭৯তম বর্ষপূর্তি উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের বিকৌর স্ট্যান্ডে দেশপ্রেমের আবেগে ভাসল স্থানীয় মানুষ। নিউ আল ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানের সূচনা হয় ফাউন্ডেশনের অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মর্তুজা কামাল, আব্দুল কাদের হাজী, মুক্তার আলম, মনসুর আলমসহ আরও বহু গণ্যমান্য ব্যক্তি। পতাকা উত্তোলনের পর পরিবেশনা হয় দেশাত্মবোধক গান, কবিতা ও প্রেরণাদায়ক বক্তব্য, যা উপস্থিত সবার মনে স্বাধীনতার গুরুত্বকে আরও গভীরভাবে অনুভব করায়।নিউ আল ইসলাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ও সভাপতি মানসুর আলম জানান—“স্বাধীনতার প্রকৃত অর্থ কেবল আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের দায়িত্ববোধ, ঐক্য ও দেশপ্রেমের প্রতীক। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে সেই বার্তাই পৌঁছে দিতে চাই।”

Leave a Reply

error: Content is protected !!