Reported By:- Masud Rana
সোমবার রাতের অন্ধকারে কংগ্রেস প্রার্থীর দে’বর কে বাড়ি থেকে তুলে আনে ইসলামপুর থানার পুলিশ এবং ভূয়ো আগ্নেয়াস্ত্র মামলায় ফাঁসানো হয়। কংগ্রেস কর্মীকে মিথ্যা অভিযোগের ফাঁসানোর অভিযোগে তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ মহিলা কংগ্রেস কর্মী সমর্থকদের। বিক্ষোভ আন্দোলন করেন ইসলামপুর থানার রঘুনাথপুরের মহিলা কংগ্রেস কর্মী সমর্থকেরা। মঙ্গলবার সকালে রঘুনাথপুরের কংগ্রেস প্রার্থী রেনুকা বিবি সহ আরও ৬ প্রার্থী, তাদের সমর্থকদের নিয়ে থানা ঘেরাও করে। কংগ্রেস কর্মীর সমর্থকদের অভিযোগ, সোমবার রাতে মুর্শিদাবাদের ইসলামপুর থানার পুলিশ রঘুনাথপুরের কংগ্রেস প্রার্থী রেনুকা বিবির বাড়িতে যায় এবং চড়াও হয়, সেখান থেকে রেনুকার দে’বর শেখ অঙ্কন নামের এক যুবককে আটক করে। পরে ইষাননগরে কাবিল শেখ নামের এক কংগ্রেস কর্মীর বাড়িতে হানা দেয়, কাবিলের অনুপস্থিতিতে তার স্ত্রী ও মেয়েকে মহিলা পুলিশ ছাড়াই, হেনস্থা করে বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ। আর সেই দাবীতে বিক্ষোভ আন্দোলন । যদিও পুলিশের দাবী ধৃতের বাড়ি থেকে এক রাউন্ড গুলি সহ একটি ওয়ান শাটার বন্ধুক ও বোমা তৈরির জন্য মজুত কাঁচের টুকরো উদ্ধার হয়।সকালে এই খবর ছড়িয়ে পড়তেই কংগ্রেস কর্মীরা জমায়েত করে ঝাটা হাতে থানা ঘেরাও করেন ও বিক্ষোভ দেখান।