REPORTED BY:- BINOY ROY
অব্যবস্থাময় পাড়ায় শিক্ষালয় নয় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে প্রথম শ্রেণী থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাসরুম ভিত্তিক চালু ও জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল ,শিক্ষার সব স্তরে ফি মকুবের দাবিতে
আজ ২ রা ফেব্রুয়ারী মুর্শিদাবাদ জেলার DI দপ্তরে বিক্ষোভ ডেপুটেশন*AIDSO মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে সম্পন হয়।উপস্থিত ছিলেন AIDSO মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক সাবির আলি সহ শতাধিক ছাত্রছাত্রী।জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সুমন পালের নেতৃত্বে বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক বিভাগ) এবং জেলা সম্পাদক কমরেড সাবির আলির নেতৃত্বে জেলা বিদ্যালয় পরিদর্শক( মাধ্যমিক বিভাগ) এ ডেপুটেশন দেওয়া হয়।বক্তব্য রাখেন AIDSO বহরমপুর ইউনিটের সভানেত্রী কমরেড সাওলি পারভিন,সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সুমন পাল, সারিফুল ইসলাম এবং AIDSO মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক কমরেড সাবির আলি।