REPORTED BY:- BINOY ROY
মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা কেড়ে নেয় পুলিশ। সোমবার সকাল ৯ টা বহরমপুর জেলা বিজেপি কার্যালয় থেকে বাংলা বনধের সমর্থনে মিছিল বের করে বিজেপি নেতা কর্মীরা। বহরমপুর কাদাইয়ের বিভিন্ন দোকান বাজার বন্ধ করে দেয় তারা। জলট্যাঙ্কের মোড়ে মিছিল যেতেই পুলিশের ব্যাড়িকেট আটকে দেয় মিছিল। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করতে গেলে সেই কুশপুত্তলিকা কেড়ে নিয়ে যায় পুলিশ।