REPORTED BY:- BINOY ROY
সোমবার সকাল থেকে বহরমপুর সদর শহরের রাস্তা ঘাটে যান চলাচল ছিল স্বাভাবিক। এদিন সকাল ৬ঃ৩৫ মিনিটে শিয়ালদহ গামী ভাগিরথী এক্সপ্রেস বহরমপুর কোর্ট ষ্টেশন ছেড়ে চলে যায়। অন্যদিকে এদিন সরকারি ও বেসরকারি বাস স্বাভাবিক ভাবেই বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড ঢুকছে ও বেরচ্ছে। বহরমপুরে এখন পর্যন্ত বিজেপির কোন লোককে রাস্তায় বনধের সমর্থনে নামতে দেখা যায়নি।