বিজেপির তিন নেতাকে বহিস্কারের প্রতিক্রিয়া জানালেন বহিস্কৃত বিজেপির জেলা সম্পাদক পার্থ দাস

বিজেপির তিন নেতাকে বহিস্কারের প্রতিক্রিয়া জানালেন বহিস্কৃত বিজেপির জেলা সম্পাদক পার্থ দাস

REPORTED BY:- BINOY ROY

এদিন পার্থ বাবু জানিয়েছেন, দলের বিরুদ্ধে কিছু বলা বারন, দলে গনতান্ত্রিক পরিবেশ বিন্দুমাত্র নেই। মুর্শিদাবাদ দক্ষিণ জেলার জেলা সভাপতি শাখারভ সরকার দলকে নিজের সম্পত্তি বলে ভাবেন। গত বহরমপুর পৌরসভার ভোটের সময় দলের নেতাদের গুরুত্ব দেওয়া হয়নি। অযোগ্য লোককে পৌরসভার প্রার্থী করা হয়েছিল। আর সেই কারনেই কংগ্রেস দল ৬ টি আসন পেলেও বিজেপি একটিও আসন পায়নি। গত কয়েকদিন আগে জেলা সভাপতি শাখারভ সরকার আমার সঙ্গে ফোনে কথোপকথনের সময় জেলার নেতা ও বিধায়কদের সম্বন্ধে কুরুচিরকর মন্তব্য করেন, আর সেই মন্তব্য স্যোসাল মিডিয়ায় ভাইরাল হতেই আমার উপর আক্রমণ চালায় জেলা সভাপতির কাছের লোকজন। সেই কারনেই আমাকে বহিস্কারের এই সিদ্ধান্ত। এছাড়াও জেলা সভাপতির উপর দলের আস্থা না থাকার কারনে অনেক রাজনৈতিক নেতা বিজেপির পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবে আমি এই বহিস্কারকে সিদ্ধান্তকে সেই ভাবে পাত্তা দিচ্ছিনা। বিজেপিতে থেকেই একজন সক্রিয় কর্মী হিসাবে শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ করব বা দলের হয়ে কাজ করে যাব।

Leave a Reply

error: Content is protected !!