Skip to content
বিজেপির নতুন দম্পতির পুজো: রাজ্যের মঙ্গল কামনায় দিলীপ ঘোষ ও রিঙ্কু ঘোষের উদ্যোগ

বিজেপির নতুন দম্পতির পুজো: রাজ্যের মঙ্গল কামনায় দিলীপ ঘোষ ও রিঙ্কু ঘোষের উদ্যোগ

Reported By:- Manoj Das

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সদ্য নিযুক্ত দম্পতির জীবন শুরু করার উপলক্ষে, দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু ঘোষ দক্ষিনেশ্বর মন্দিরে মা ভবতারিণীর পুজো দিয়েছেন।

মঙ্গল সকালে, নব দম্পতি দেবী ভবতারিণীর কাছে প্রার্থনা করেন যাতে রাজ্যে অশুভ শক্তি দূরে সরে যায় এবং সকলের জন্য কল্যাণ বয়ে আনে। দিলীপ ঘোষ বলেন, “রাজ্যের মঙ্গল কামনায় আমাদের পুজো সকলের জন্য ভালো হোক।”

এদিন তারা মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন, শিব এবং রাধা কৃষ্ণ মন্দিরে গিয়ে প্রার্থনা করেন। এরপর গঙ্গার ঘাটে গিয়ে, মা সারদার কাছে তাদের প্রার্থনা নিবেদন করেন। তাদের উদ্দেশ্য ছিল চাকরিহারা এবং মুর্শিদাবাদের মানুষের জন্য আশা জাগানো।

দিলীপ ঘোষ জানান, “আমরা প্রার্থনা করেছি যাতে পশ্চিমবঙ্গের উন্নতি হয় এবং জনগণের জীবনে সুখ-শান্তি প্রতিষ্ঠিত হয়।” রিঙ্কু ঘোষও একই কথা বলেন, “আমরা এই মন্দিরে এসে আমাদের নতুন জীবন শুরু করতে পেরে গর্বিত।”

দিলীপ ও রিঙ্কু ঘোষের এই উদ্যোগ পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি নতুন দৃষ্টিকোণ নিয়ে আসবে বলে মনে করছেন বিশ্লেষকগণ। তারা সকলের ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

Leave a Reply

error: Content is protected !!