REPORTED BY:- BINOY ROY
রবিবার বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি জেলা সভাপতি শাখারভ সরকার ও বহরমপুর বিধায়ক সুব্রত মৈত্র (কাঞ্চন) একত্রে বহরমপুর পৌরসভার ভোটের ইস্তেহার প্রকাশ করেন। এদিন ইস্তেহার প্রকাশের সময় উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা।