বিজেপির বিজয় সংকল্প ও নির্বাচনী জনসভা বড়য়ায়। রবিবার দুপুরে বহরমপুর লোকসভার বড়য়া বিধানসভা এলাকার কাতুর জালিবাগান নির্বাচনী এলাকায় জনসভা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন সভামঞ্চে উঠে জেপি নাড্ডা একযোগে রাজ্যের তৃণমূল সরকারকে চোর ও তোলাবাজ ভ্রষ্টাচার বলে আক্রমণ করেছেন। এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল কুমার সাহা, বিজেপি জেলা সভাপতি শাখারভ সরকার, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা।