বিজেপির পক্ষ থেকে আমার মাটি আমার দেশ কর্মসূচি পালন ডালখোলায়

বিজেপির পক্ষ থেকে আমার মাটি আমার দেশ কর্মসূচি পালন ডালখোলায়

Reported By : মোহাম্মদ জাকারিয়া ৯ ই সেপ্টেম্বর, শনিবার, উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহর বিজেপি মন্ডলের পক্ষ থেকে ডালখোলা পৌরসভার অন্তর্গত ১৫ নম্বর ওয়ার্ডে আমার মাটি আমার দেশ কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডালখোলার পৌরসভার প্রাক্তন পৌরপিতা সুভাষ গোস্বামী, ডালখোলা শহর বিজেপি সভাপতি ভজন দে, বরিষ্ঠ কার্যকর্তা হারাধন ঝা, যুব নেতা অভিজিৎ দাস, ও ১৫ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি কিশোর বিশ্বাস সহ আরো অনেকেই।

Leave a Reply

error: Content is protected !!