Skip to content

বিজেপির প্রতিদ্বন্দ্বীতা প্রার্থী তৃণমূলে যোগদান দোমোহনা অঞ্চলে

Reported By:-  মুহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা অঞ্চলের ১৫ নম্বর আসনে বিজেপির প্রতিদ্বন্দ্বীতা প্রার্থী (কন্টেস্টিং মেম্বার) সরিতা রাজভর সহ প্রায় ৫০টি পরিবার ফতেপুর বুথের ফজলু হক ও মুন্টু মাস্টারের নেতৃত্বে ও করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পালের হাত ধরে তৃণমূলে যোগদান করেন বৃহস্পতিবার। এ ৫০টি বাড়ি নিয়ে বিজেপি পঞ্চায়েত সমিতি contesting মেম্বার জয়েনিং করলেন। এ বিষয়ে করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদ শেখ মন্টু জানান করণদিঘির বিধায়ক গৌতম পাল আমাদের যমুনা অঞ্চল জুড়ে লোকসভা নির্বাচনের মিছিল করলেন পাশাপাশি সাম্প্রদায়িক দল বিজেপি ছেড়ে কনটেস্টিং মেম্বার সরিতা রাজভর সহ প্রায় ৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। তৃণমূল নেতা ফজলু হক বলেন বিজেপি উন্নয়নের কাজ করতে পারছে না, তাই তৃণমূল সরকারের উন্নয়ন দেখে কনটেস্টিং মেম্বার সহ ৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।

Leave a Reply

error: Content is protected !!