রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই ঘোষণা করা হয়েছে বিজেপির প্রার্থী তালিকা। এখনও পর্যন্ত রাজ্যে যে ২০ জন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের দুই প্রার্থীর নাম রয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন বর্তমান বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। অন্যদিকে বহরমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন নির্মল সাহা- যিনি এই শহরের একজন বিশিষ্ট চিকিৎসক বলেই পরিচিত। স্বাভাবিকভাবে শনিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই যথারীতি দেওয়াল লিখনে রীতিমতো ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে জেলা বিজেপি মহলে। রবিবার দুপুরে বহরমপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল সাহার নামে দেওয়াল লিখনে ব্যস্ত দলের কর্মীরা। এদিন শহরের সৈদাবাদ সহ পাশাপাশি বেশকিছু এলাকায় দলীয় প্রার্থীর নামে দেওয়াল লিখন সারেন বিজেপি কর্মী ও সমর্থকরা।