Reported By : Binay Roy
২১ শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার, বহরমপুর বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির রাজ্য মুখপাত্র শমিক ভট্টাচার্য। উক্ত বৈঠকে তিনি বললেন, ২০১১ সালে পশ্চিমবঙ্গের মানুষ গণতন্ত্রের প্রতিষ্ঠার স্বার্থে এ রাজ্যে একটা পালাবদল ঘটিয়েছিল। লক্ষ্য ছিল একটাই, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া এবং প্রশাসনকে দলতন্ত্র থেকে মুক্ত করা। কিন্তু দুর্ভাগ্য জনক ভাবে পশ্চিমবঙ্গের সেই দলতন্ত্র আরও দ্বিগুণ শক্তি নিয়ে কদর্য রূপে প্রতিষ্ঠিত হয়েছে। তার জন্য প্রশাসন, দল, পুলিশ, নেতা, মন্ত্রী, সমাজ বিরোধী - সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। সাম্প্রতিককালের পঞ্চায়েত নির্বাচনের যে রক্তাক্ত নজির তারা আমাদের সামনে রেখেছেন তা ভয়াবহ। নির্লজ্জ লুট যেভাবে বিডিওদের দিয়ে করা হয়েছে তারপরেও পশ্চিমবঙ্গের সর্বত্র তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করার ক্ষেত্রে পুলিশকে কাজে লাগাচ্ছে, সমাজ বিরোধীদের কাজে লাগাচ্ছে, এমনকি জয়ী প্রার্থীদের অপহরণ পর্যন্ত করছে। বাড়ি থেকে প্রার্থীর ছেলেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন মানুষকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। কিন্তু যেহেতু আমাদের এই বহরমপুর থেকে দীর্ঘদিন ধারাবাহিকভাবে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচিত হচ্ছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ মনে করে এই তৃণমূলের বিরুদ্ধে তার লড়াই আন্তরিক। আর অধীর চৌধুরীও যে কোন মূল্যে তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে চান। কিন্তু সাম্প্রতিককালে তার যে নজির দেখা যাচ্ছে তা কিন্তু ভয়াবহ।