ভোট চলছে তার মধ্যেই একদিকে অভিযোগ অন্যদিকে অভিযুক্ত বিজেপি। বুথে ভালো ভোট হচ্ছে সেখানে রিগিং-র করানোর স্বার্থে ৩ জন বিজেপি এজেন্টকে বুথ থেকে তুলে নিয়ে আসার অভিযোগ করল পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় তৃনমূলের সুবিধা হবে সে কথা জানিয়ে সাগরদিঘির বিজেপি প্রার্থী দিলীপ সাহা সাগরদীঘি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানিয়েছেন ১৪৭ নং বুথ থেকে ২ জন। ২১৩ নং বুথ থেকে ১ জন বিজেপি এজেন্টকে তুলে নিয়ে এসেছে থানার পুলিশ। কি কারণে তাদেরকে তুলে নিয়ে আসা হয়েছে সেই সম্বন্ধে স্পষ্ট কিছু জানায়নি পুলিশ।
অন্যদিকে, বিজেপি কর্মীরা আজ সাগরদিঘির মণিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১২৩ এবং ১২৪ নং বুথে ভোটারদের খাবার বিতরণের ব্যবস্থা করেছে বলে জানা গেছে। স্থানীয় দোকানদার জানান যে তাকে বিজেপি নেতারা বলেছিলেন, ভোটারদের ভোট দেওয়ার পরে 'কুপন' দেখালেই খাবার বিতরণ করতে। ভোটারদের ঘুগনি মুড়ি বিলি করা হল বিজেপির পক্ষ থেকে।