Reported by :- Binoy Roy
দুদিনের জেলা সম্মেলন শেষে দলের গঠনতন্ত্র ও ভোটাভুটির মাধ্যমে দীর্ঘদিন ধরে খালি থাকা মুর্শিদাবাদের জেলা সম্পাদকের আসন পেয়েছেন ডি ওয়াই এফ আইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক জামির মোল্লা।
বিজেপি সাংসদ ও নেতাদের দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে কটাক্ষও করেছেন সি পি আই এমের রাজ্য সম্পাদক, পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। আজ বহরমপুর রবীন্দ্র সদনে দলের ২৩ তম জেলা সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওরা কখন বেরোয় কখন ঢোকে তা সার্কাসের মত। এ প্রসঙ্গে তৃণমূল নেতা মুকুল রায়ের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গও উদ্ধৃত করেন তিনি।
রাজ্যের পুরভোটে বাম কংগ্রেস জোট নিয়ে
জেলা বামফ্রণ্ট ও স্থানীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবে। যেখানে বিরোধী বিজেপি ও তৃণমূল কংগ্রেস অতীব শক্তিশালী সেখানে জোট পক্ষেই ইঙ্গিত দিয়েছেন পলিটব্যুরো সদস্য তথা সিপি আই এমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আজ বহরমপুর রবীন্দ্র সদনে দলের ২৩ তম জেলা সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি। অন্যদিকে সাম্প্রতিক কালে প্রদেশ কংগ্রেস সভাপতিও একই ইঙ্গিত দেওয়ায় রাজ্যের পুরভোটে বেশ কিছু আসনে বাম-কংগ্রেস সামঝোতা নিশ্চিত বলে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের দাবি। অন্যান্য আসনে পুর্বের মতই বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের নামে উভয় পক্ষই পৃথক পৃথক প্রার্থী দিতে পারে বলে অভিমত রাজনৈতিক মহলের।