Skip to content
বিদ্যালয়ে উদযাপিত হল বিশ্ব চড়ুই দিবস

বিদ্যালয়ে উদযাপিত হল বিশ্ব চড়ুই দিবস

Reported By:- অভিজিৎ হাজরা , আমতা, হাওড়া

গ্ৰামীণ হাওড়া জেলার আমতা বিধান সভা তথা আমতা ২ নং ব্লকের গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয় এ শিশুদের কাগজের চড়ুই পাখি বানানো শেখানোর মধ্য দিয়ে এবং চড়ুই পাখির পরিবেশের গুরুত্ব বোঝানোর মধ্য দিয়ে পালিত হল বিশ্ব চড়ুই দিবস । বিশ্ব জুড়ে চড়ুই পাখির বিপন্নতা আটকাতে ও পরিবেশে এই পাখির গুরুত্ব তুলে ধরতে পালিত হয় বিশ্ব চড়ুই দিবস পাখি ও বন্যপ্রাণীদের সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে বোধ ও ভালবাসা তৈরি করতে ' আমাদের পরিবেশ ' বইতে বিশেষ অধ্যায় রয়েছে। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে পরিবেশের পাঠ নিতে গিয়েই সকলকে চড়ুই পাখির গুরুত্বের কথা বোঝান। গরম কালে চড়ুই সহ পাখাদের খাবার ও জল দেওয়ার কথাও বলেন। কোন দেশীয় পাখিকে খাঁচায় বন্দি করে কষ্ট না দেওয়ার কথাও বলেন। সব শেষে তাদের কাগজ দিয়ে জাপানি অরিগ্যামি পদ্ধতিতে চড়ুই পাখি বানানো শেখান। প্রথম থেকে পঞ্চম শ্রেণির কৃষিকা মণ্ডল, পুনম বাগ, অঙ্কন দেন, শুভজিৎ খাঁ, অপূর্বা ঘোষ অরন্য ঘোষ ঈশান পাল অপর্ণা মালিক, সুপর্ণা মালিক সহ সকল ছাত্রছাত্রীরা হাতেকলমে তা করে ও চড়ুই পাখির গল্প শুনে খুবই আনন্দ পায়। অভিভিবকরাও বিদ্যালয়ের এই উদ্যোগে খুব খুশি হয়।

Leave a Reply

error: Content is protected !!