গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভার আমতা ১ নং পঞ্চায়েত সমিতির অধীন সিরাজবাটি চক্রের অন্তর্গত সোনামুই সাবালয় প্রাথমিক বিদ্যালয়কে
সরকারের পক্ষ থেকে পেঁপে
চারা দেওয়া হয়েছিল । সেই পেঁপে চারাগুলি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক - শিক্ষিকা
ও অভিভাবক -অভিভাবিকা সকলে মিলে বসান। বিদ্যালয়ের এহেন কাজে সকলে দারুণ খুশি হয়।