REPORTED BY:- MASUD RANA
ভর দুপুরে বিধ্বংসী অগ্নিকান্ডে ভস্মীভূত পরপর তিনটি বাড়ি, ঘটনায় চাঞ্চল্য ছড়াল সাগরপাড়ার দেবীপুর উত্তর পাড়া এলাকায় । রান্না করার সময় উনুন থেকে আগুন ছড়িয়ে এই অগ্নিকান্ড বলে প্রাথমিক অনুমান। স্থানীয় সুত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে সাগরপাড়ার দেবীপুর উত্তর পাড়া এলাকায় এক গৃহবধূ রান্না করার সময় হঠাতই আগুন ছড়িয়ে পরে। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পরে পাশের ঘরে। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান, খবর দেওয়া হয় দমকলে। এই অগ্নিকান্ডে পরপর তিনটি বাড়িতে ৬টি ঘর পুড়ে যায়। পুড়ে নষ্ট হয়ে যায় সমস্ত আসবাব পত্র থেকে যাবতীয় সব কিছুই। নগদ টাকা, সোনার গহনা সহ সমস্ত কিছুই নষ্ট হয়ে যাওয়ায় অসহায় অবস্থায় পরিবার গুলি। দমকলের একটি ইঞ্জিনের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে।
