Reported By : Masud Rana
১৭ ই সেপ্টেম্বর, রবিবার, ডোমকল থানার জিত পুর নতুন পাড়া এলাকাতে ইচ্ছা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হলো হরিডোবা নতুনপাড়া প্রাথমিক বিদ্যালয় । রবিবার সকালে ডোমকল থানার জিত পুর নতুন পাড়া এলাকাতে চক্ষু পরীক্ষা শিবির হয়। সেখানে চক্ষু পরীক্ষা করেন বহরমপুর সুশ্রুত আই ফাউন্ডেশন হাসপাতাল উদ্যোক্তারা জানিয়েছেন, সেখানে মোট ৭০ জনকে বিনামূল্যে চিকিত্সা করানো হয়। এমনকি বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে এম এ ওহাব বলেন, এলাকার দুঃস্থ লোকেরাও যাতে চক্ষু পরীক্ষার সুযোগ পায় সেই কারণে ওই শিবিরের আয়োজন করা হয়েছে।
উপস্থিত ছিলেন সাংবাদিক শান্তি রঞ্জন কুন্ডু, সাংবাদিক মিঠু মন্ডল, সমাজসেবী ওমর ফারুক খন্দকার, সমাজসেবী শামীম শেখ, এছাড়াও ইচ্ছা ফাউন্ডেশনের সকল সদস্য গন।