প্রায় ২০২ কেজি বিস্ফোরক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তিকে বহরমপুর থানার পুলিশ গোয়ালযান -বৈরাগীপাড়া এলাকা থেকে গ্রেফতার করে ।
পুলিশ সূত্রে জানা গেছে -ধৃত ওই ব্যক্তির নাম সনাতন দাস (৩৩)। তার বাড়ি বহরমপুর থানার গোয়ালজান- বুদুরপাড়া এলাকাতে।
জেলা পুলিশের এক শীর্ষকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন- দীর্ঘদিন ধরে বেআইনিভাবে নিজের বাড়ির একটি গোডাউনে বিস্ফোরক মজুদ করে রাখছিল সনাতন। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বহরমপুর থানার পুলিশ তার গোডাউনে অভিযান চালায় ।সেখান থেকেই উদ্ধার হয় প্রায় ২০২ কেজি বিস্ফোরক।
পুলিশের ওই আধিকারিক বলেন- সনাতনের গোডাউন থেকে বিভিন্ন ধরনের ২০২ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার হয়েছে।
রবিবার ধৃত ব্যক্তিকে বহরমপুর আদালতে পেশ করানো হলে তার আট দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে আদালত।