সোমবার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার বহরমপুর পুলিশ প্যারেড গ্রাউন্ডে উদ্ধার হওয়া মোবাইলগুলি গ্রাহকদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। এদিন ২২৩ টি উদ্ধার হওয়া মোবাইল জেলার বিভিন্ন থানা এলাকার মোবাইল গ্রাহকদের হাতে তুলে দেন। জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানান, এই বছর জেলায় ৭ম দফায় প্রায় ২৯৯ টি মোবাইল গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়েছে। বহরমপুর থানার এস ও জি টি এই ব্যাপারটি দেখভাল করছেন। যারা পেশাদার মোবাইল চোর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার, অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ তন্ময় সরকার, সহ অন্যান্য পুলিশ আধিকারিকগন।