Reported By : Masud Rana
১৮ ই জুলাই, মঙ্গলবার, মুর্শিদাবাদের ডোমকল মহকুমা হাসপাতালে ১৯ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে প্রায় ২৫ জন বন্ধু বান্ধব নিয়ে রক্ত দিতে হাজির ব্লাড ব্যাংকে এক দম্পত্তি। A K M শামীউল আলম ও তার সহধর্মিনী অঞ্জু মনোয়ারা বেগম জানান, রক্তদান মানেই তো জীবন দান । আর সেই উপলক্ষেই রক্ত দিতে হাজির জলঙ্গি থানা এলাকার টিকরবাড়িয়া গ্রাম থেকে ডোমকল মহাকুমা হাসপাতালে।