বিভিন্ন সমস্যা সমাধানের আর্জি নিয়ে বিধায়কেরর কাছে

বিভিন্ন সমস্যা সমাধানের আর্জি নিয়ে বিধায়কেরর কাছে

Reported By:- Masud Rana

মঙ্গলবার জলঙ্গি ব্লকের সকল অটো রিকশা চালক বিভিন্ন সমস্যার সমাধানে ব্লক আই'এন'টি'টি'ইউ'সি-র সভাপতি ফিরোজ আহমেদকে সাথে নিয়ে সকাল সকাল হাজির বিধায়ক আব্দুর রাজ্জাক কাছে। দীর্ঘ সময় আলোচনার পর সব সমস্যার সমাধানের আশ্বাস দেন বিধায়ক। পাশাপাশি তিনি সকলকে সংঘবদ্ধ থাকার নির্দেশ দেন। আলোচনা শেষে বেশ কিছু অটো চালক তৃনমূলের শাখা সংগঠন আই'এন'টি'টি'ইউ'সিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক, আই'এন'টি'টি'ইউ'সির সভাপতি ফিরোজ আহমেদ, তৃনমূল কিষান ক্ষেত মজদুর ব্লক সভাপতি হাফিজুর রহমান, জিয়াবুল শেখ সহ প্রমুখ।

Leave a Reply

error: Content is protected !!