Skip to content
বিমল গুরুংয়ের নাম করে তোলাবাজি

বিমল গুরুংয়ের নাম করে তোলাবাজি

দুই যুবককে গ্রেফতার করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানা।ধৃতদের নাম দীপেশ ত্রিক্ষত্রী ও তারা পারিয়ার।দুজনই কালিম্পঙের বাসিন্দা।

জানা গিয়েছে, কয়েকদিন আগে দাগাপুরে একটি বেসরকারি কলেজ কর্তৃপক্ষকে ফোন করে দীপেশ।নিজেকে বিমল গুরুংয়ের আপ্ত সহায়ক বলে পরিচয় দেয়।পার্টি ফাণ্ডে টাকা দিতে হবে বলে ১ লক্ষ টাকা দাবি করে কলেজের আধিকারিকদের কাছে।সেইমতো কলেজ ১ লক্ষ টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করে।পরে ফের টাকার জন্য চাপ দিতে থাকে দীপেশ।সন্দেহ হওয়ায় কয়েকদিন আগে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে ওই কলেজ।
তদন্তে নেমে মঙ্গলবার রাতে কালিম্পং থেকে দুজনকে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানা।যে অ্যাকাউন্ট নম্বরে কলেজ টাকা দিয়েছিল সেটি তারা পারিয়ারের।এদিকে ২০১৮ সালেও দীপেশ ত্রিক্ষত্রী গ্রেফতার হয়েছিল।বিনয় তামাংয়ের নাম করে কয়েক লক্ষ টাকা তুলেছিল বলে অভিযোগ।বুধবার ধৃত ২ জনকে শিলিগুড়িতে আদালতে তোলা হয়।

Leave a Reply

error: Content is protected !!