বিল বাঁচাও অভিযান – G Tv { Go Fast Go Together)
বিল বাঁচাও অভিযান

বিল বাঁচাও অভিযান

REORTED BY:- MASUD RANA

দাসের চক মৌজায় বসবাসকারী প্রায় 300 মৎস্যজীবী চাষী যাদের একমাত্র উপার্জন পাইকমারী বিলের উপর নির্ভরশীল বংশপরম্পরায় বছরের পর বছর ধরে করে আসছে। বেশ কয়েক বছর সরকারি টেন্ডার না হলেও এবছর টেন্ডার নোটিশ হয় সেখানে সরকারি নিয়ম মেনে এই দাসের চোখের এই চাষিরা না পাওয়ায় তারা আমরণ অনশনে বসে গত পরশু থেকে। তাদের আরো অভিযোগ আমরা যখন টেন্ডার খেলতে চাই শুরু থেকে শেষ অব্দি আমরা যারা ফেলেছিলাম তারা কেউই পাইনি অবৈধভাবে কোন এক পুঁজিপতির মাধ্যমে অন্য একজন টেন্ডার নিয়ে নিয়েছে এমত অবস্থায় আমরা চরম দূর্ভোগে আছি এই বিল না পেলে আমরা অনাহারে মারা যাবো তাই আমাদের মৃত্যুবরণ করার অনুমতি দেওয়া হোক আর না হলে আমাদের বিল দেওয়া হোক। এই খবর পেয়ে অত্র এলাকার বিধায়ক অহেদ সৌমিক হোসেন এলাকাবাসীর কাছে যান তাদের অভাব অভিযোগ শুনেন এবং তাদের কাছে এক মাসের সময় চেয়ে নেন। এবং বলেন আমি ডিএম সাহেব এবং আমার দলের সঙ্গে কথা বলব বলে আপনাদের কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় তার ব্যবস্থা করব। যা প্রসিডিউর হয়েছে সব সরকারি নিয়ম অনুযায়ী নিয়ম-নীতি মেনে হয়েছে তার পরেও আমি সরকার এবং মৎস্যমন্ত্রী দল ডিএম সবার সঙ্গে কথা বলে এর কী ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করার চেষ্টা করব আপনাদের এক মাসের মধ্যেই তা আমি জানিয়ে দেবো এবং তাদেরকে অনশন তুলে নেওয়ার অনুরোধ করলে মৎস্যজীবীরা আন্দোলন তুলে নেওয়ার আশ্বাস দেয়।

Leave a Reply

Translate »
Call Now Button