REPORTED BY:- BINOY ROY
বহরমপুর থানার বদরপুর লাগোয়া, পূর্ব পাকুড়িয়া পাড়া শিশু শিক্ষা কেন্দ্রের কাছে চাঁদের বিল ভরাট হচ্ছে এমন আভিযোগ পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। চাঁদের বিল ভরাট হওয়ার অভিযোগ পেয়ে সোমবার বহরমপুর বিএলআরও ঘটনাস্থলে যায় এবং বিল টি পুনরুদ্ধার করতে জেসিপি গাড়ি দিয়ে শুরু করা হল ভরাট হওয়া বিল এর খননের কাজ।