অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র পারিষদ দেবাশীষ কুমার এবং সন্দীপ রঞ্জন বক্সী।পাশাপাশি উপস্থিত ছিলেন পন্ডিত মল্লার ঘোষ,নন্দিনী ভট্টাচার্য,সংগীত শিল্পী সাহানা বক্সী, সমাজসেবী পার্থসারথী নাথ, গায়ক সুজয় ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশার মানুষদের এদিন স্বীকৃতি সম্মাননা জানানো হয়,সাহিত্য,রাজনৈতিক, সাংবাদিক,সংগীত, সিনেমা প্রমুখ সকল বিভাগের জন্য ছিল পুরস্কার সম্মাননা।চিত্রপরিচালক বাদল সরকারের নতুন মিউজিক ভিডিও এলবাম"বিপদের সাথী বাবা"-এদিন আনুষ্ঠানিক ভাবে রিলিজ করা হয় এবং তার পরিচালিত শর্ট ফিল্ম "আডোপসন"দেখানো হয়।