Reported By : Masud Rana
৩ রা সেপ্টেম্বর, রবিবার, ৭৭তম বিশ্বের দীর্ঘতম ওপেন সাঁতার প্রতিযোগিতায় প্রথম হলেন পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা প্রত্যয় ভট্টাচার্য। দ্বিতীয় হলেন স্পেনের ড্যানিয়েল। বিশ্বের দীর্ঘতম ওপেন সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছিল মুর্শিদাবাদে। রবিবার মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়শনের উদ্যোগে সকালেরকাক ভোরে অর্থাৎ ৪.৪৫ নাগাদ সুতির আহিরন CRPF ঘাট থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। স্পেন মালশিয়া থাইল্যান্ড বিদেশি প্রতিযোগীর পাশাপাশি বিভিন্ন রাজ্যের প্রতিযোগী অংশগ্রহণ করেন এই খেলায়। মোট ২২ জন প্রতিযোগিদের নিয়ে শুরু হয়েছে ৮১কিমি সাঁতার প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় প্রথম হলেন পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা প্রত্যয় ভট্টাচার্য। দ্বিতীয় হলেন স্পেনের ড্যানিয়েল। আজকের এই সাঁতার প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছিলেন দূর-দূরান্ত থেকে এবং দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থীরা।