Reported By : Binay Roy
৩ রা সেপ্টেম্বর, রবিবার, মুর্শিদাবাদে সুতি থানার আহিরণ ব্যারেজ ঘাট থেকে শুরু হ'ল বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। ভোর চারটে নাগাদ শুরু হওয়া এই সাঁতার প্রতিযোগিতা সমাপ্ত হবে আজ বিকেল নাগাদ বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ঘাটে। এবছর এই প্রতিযোগিতা ৭৭তম বর্ষে পদার্পণ করলো। বিগত ৩ বছর করোনা মহামারির কারণে এই সাঁতার প্রতিযোগিতা বন্ধ রাখা হয়েছিলো। স্বাভাবিকভাবে এই বছর এই প্রতিযোগিতাকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিলো চোখে পড়ার মতো। এবছর দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিশ্বের দীর্ঘতম এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন স্পেন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের বহু সাঁতারু। সব মিলিয়ে গঙ্গাবক্ষে এবার এই সাঁতার প্রতিযোগিতার ৮১ কিলোমিটারে অংশগ্রহণ করেন পুরুষ, মহিলা মিলিয়ে মোট ২২ জন প্রতিযোগী। এদের মধ্যে রয়েছেন ৫ জন মহিলা ও ১৭ জন পুরুষ প্রতিযোগী। পাশাপাশি এদিন দুপুরে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত- ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতাও শুরু হওয়ার কথা রয়েছে। ১৯ কিলোমিটারে অংশগ্রহণ করার কথা রয়েছে ১৬ জন মহিলা ও ৩১ জন পুরুষ প্রতিযোগী। সব মিলিয়ে বিশ্বের এই দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা দেখতে জেলায় গঙ্গার ঘাটে ঘাটে ভোররাত থেকে হাজির হয়েছে হাজার হাজার মানুষ।