Reported By:- দিব্যেন্দু গোস্বামী
সিউড়ির হাটজানবাজার মাদ্রাসা পল্লীতে মঙ্গলবার বিশ্ব নবী দিবস উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়। তবে এদিন এই র্যালি হয় কেবলমাত্র নিজেদের এলাকার মধ্যে। করোনাকালে প্রশাসনিক নিয়ম মেনে এদিন এই শোভাযাত্রায় এলাকা ছেড়ে অন্য কোথাও করা হয়নি।