বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে আনন্দ চিত্রম এবং বৃন্দাবন মাতৃ মন্দিরের  উদ্যোগে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় সুকিয়া স্ট্রিটের শ্রীমাণি বাড়িতে।

বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে আনন্দ চিত্রম এবং বৃন্দাবন মাতৃ মন্দিরের উদ্যোগে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় সুকিয়া স্ট্রিটের শ্রীমাণি বাড়িতে।

Reported By:- News Disk

বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে আনন্দ চিত্রম এবং বৃন্দাবন মাতৃ মন্দিরের উদ্যোগে এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় সুকিয়া স্ট্রিটের শ্রীমাণি বাড়িতে। এই চিত্র প্রদর্শনী প্রত্যেক বছর “বিশ্ব ফটোগ্রাফি দিবসেই অনুষ্ঠিত হয়। ৮তম বছরে পা দিল এই চিত্র প্রদর্শনী। আর আনন্দ চিত্রম এবং বৃন্দাবন মাতৃ মন্দিরের এই বছরের প্রদর্শনী “ফটো সাংবাদিক রনি রায়ের স্মৃতিতে” উৎসর্গ করলো।
এই চিত্র প্রদর্শনীতে ৩৫ জন ফটোগ্রাফার তাদের ছবি দিয়েছেন।মোট ১০০ টা ফটো এই প্রদর্শনীতে আছে। এখানে যেমন প্রফেশনাল ফটোগ্রাফার আছে তেমনি আবার মোবাইল ফটোগ্রাফার আছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ পাল, প্রেমাঙ্কুর শ্রীমানী, প্রতিম ব্যানার্জি, শিবেন্দু মিত্র,দ্বীপ ঘোষ চৌধুরী,প্রমিত ব্যানার্জি,অনামিকা ঘোষ,এবং ঋষভ শ্রীমানি এছাড়াও আরো অনেক বিশিষ্ট ব্যাক্তিরা।

Leave a Reply

error: Content is protected !!