বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার বিতরণ কর্মসূচী মুর্শিদাবাদে। সোমবার বহরমপুর রবীন্দ্র সদনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতে বিশ্ব শারদ সম্মান পুরস্কার বিতরণ করা হয়। এদিন জেলার সেরা পুজো মণ্ডপ, সেরা প্রতিমা সহ বিভিন্ন বিভাগে পুজোর কমিটির হাতে শারদ সম্মান পুরস্কার তুলে দেয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা শাসক শারদ কুমার দ্বিবেদী, জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) নির্মাল্য ঘরামি সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিক বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান।