Reported By : অভিজিৎ হাজরা ২৫ শে জুলাই, মঙ্গলবার, গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার রাজাপুর থানার তুলসীবেড়িয়া দরগা শরীফে কুড়ি তমো উরুশ মিলন উৎসব অনুষ্ঠিত হলো ।
চার মহররম তেইশ জুলাই রবিবার ভোর থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে পীরের সিলসিলা মোতাবেক পবিত্র কুরআন শরীফ হাদীছ শরীফ সহ ওলী আউলিয়া পীর ফকির দরবেশ ওলামা কেরাম গনের আত্ম জীবন জীবনী থেকে আলোচনা করা হলো । হজরত পীর শাহ সুফী আশেকে রসুল জনাব মাস্তানেছ আব্দুল হামীদ আলি খাঁন রহঃ স্মরণে কুড়ি তমো উরুশ মিলন উৎসব অনুষ্ঠিত হলো।
ইসলাম ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরজাদা রফিকুল ইসলাম খাঁন ,পীরজাদা সহিদুল ইসলাম খাঁন ,পীরজাদা আবেদুল ইসলাম খাঁন, পীরজাদা আমিরুল ইসলাম খাঁন।
দেশের বিভিন্ন স্থানের শিষ্য ভক্ত ,মেহমান মুরিদান দর্শনার্থীরা সমবেত হন ।বিশ্ব শান্তির দোয়ার মাহফিল অনুষ্ঠিত হলো বলে জানান তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির সভাপতি জনাব মহম্মদ মুক্তর আলী।