Reported By : Masud Rana
২৯শে সেপ্টেম্বর, শুক্রবার, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ফ্রি হার্ট চিকিৎসা শিবিরের আয়োজন করল ডোমকলের বাগলপাড়া সমাজসেবা সংঘ। এমন চিকিৎসক আনেন যিনি, মানুষের হার্ট বন্ধ করে আবার ফিরিয়ে আনতে পারেন। ঠিক সেরকমিই হার্ট সার্জেন আমানুল হক বিনা পয়সায় হার্ট চিকিৎসা করলেন এই শিবিরে। কলকাতার নামিদামি বি এম বিড়লা হাসপাতালের হার্ট সার্জেন ডাঃ আমানুল হক। তার উপস্থিতিতেই এলাকায় প্রায় একশোর বেশী রোগি চিকিৎসা করেন। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস।