Reported By News desk
কলকাতা, ২৯ মার্চ ২০২৫: আজ ভারতীয় রেলওয়ে মাল গোদাম শ্রমিক ইউনিয়নের (বি আর এম জি এস ইউ) উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মশালায় মাল গোদাম শ্রমিকদের আর্থিক ও সামাজিক বঞ্চনা নিয়ে আলোচনা করা হয়। সুরেন্দ্রনাথ কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা জানান, ব্রিটিশ শাসনকাল থেকে এরা অব্যাহতভাবে ঠিকাদারদের অধীনে কাজ করে আসছেন এবং তাদের মজুরি অনেক কম।
ড: পরিমল কান্তি মন্ডল, বি আর এম জি এস ইউ র সর্বভারতীয় সভাপতি, দীর্ঘদিন ধরে এই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, শ্রম দফতর ইতোমধ্যে শ্রমিকদের জন্য চার বছরের বকেয়া মজুরি এবং ন্যূনতম মজুরি মঞ্জুর করেছে। এছাড়া, ই পিএফ, ইএস আই, পেনশন ও বীমা সুবিধার ব্যবস্থা সমেত আরও নানান সুযোগ দেওয়া হবে।
আজকের কর্মশালায়, শ্রমিক ও তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত সদস্যদের দায়িত্ব হস্তান্তর করা হয়। উপস্থিত সকল সদস্য নিজেদের দায়িত্ব পালন এবং সংগঠন ও সাধারণ শ্রমিকদের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেন। এই উদ্যোগের ফলে মাল গোদাম শ্রমিক ইউনিয়ন আগামীতে আরও শক্তিশালী হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।
শ্রমিক আন্দোলনের এই জয় দেশের শ্রমিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সহায়ক হবে।