Skip to content
বীরভূমে চালু হলো দুয়ারে রেশন পাইলট প্রজেক্ট

বীরভূমে চালু হলো দুয়ারে রেশন পাইলট প্রজেক্ট

 

১৫ সেপ্টেম্বর থেকে বীরভূমে চালু হলো দুয়ারে রেশন পাইলট প্রজেক্ট। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমের ১৫% ডিলারদের নিয়ে চালু হলো এই দুয়ারে রেশন ব্যবস্থা। বীরভূমের মোট ১৪৫ ডিলার এই পাইলট প্রজেক্টে অংশ গ্রহন করছেন। যাদের মধ্যে সিউড়ি এক ব্লকে রয়েছে মোট ৬ জন রেশন ডিলার। যাদের মধ্যে দুজন রয়েছেন সিউড়ি পৌরসভা এলাকায় এবং বাকিরা পঞ্চায়েত এলাকার।

এই পাইলট প্রজেক্ট এর মধ্য দিয়ে বুধবার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গজালপুর আদিবাসী গ্রামে প্রকল্পের শুভ সূচনা হলো। যেখানে রেশন ডিলার এলাকায় গিয়ে উপভোগক্তাদের বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করলেন।

Leave a Reply

error: Content is protected !!